ময়মনসিংহের গফরগাঁওয়ের বুলবুল আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ নিখোঁজের দুইদিন পর বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বরিশালের কোতোয়ালি থানা পুলিশ গত রবিবার লুঙ্গি-পাঞ্জাবি দিয়ে হাত পা-বাঁধা ও পলিথিন দিয়ে মুখ-মাথা মোড়ানো অবস্থায় বুলবুলের লাশ উদ্ধার করে। সোমবার রাতে বুলবুলের স্বজনরা লাশ সনাক্ত করে।
ব্যবসায়ী বুলবুল গত ২৩ ফেব্রæয়ারি গফরগাঁও উপজেলার শতাধিক লোকের এক কাফেলার সঙ্গে চরমোনাই পীরের মাহফিলে যোগ দিতে চরমোনাই গিয়েছিলেন।
গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে বুলবুল আহমেদ । সে স্থানীয় সোনামিয়ার বাজারে টেইলার্স ব্যবসায়ী ছিলেন।
স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রæয়ারি গফরগাঁওয়ের শতাধিক লোকের কাফেলার সঙ্গে বুলবুল চরমোনাই পীরের মাহফিলে গিয়ে গত শনিবার নিখোঁজ হন। রবিবার সকাল ১১ টার দিকে চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় ব্রীজের নীচ থেকে লুঙ্গি-পাঞ্জাবি দিয়ে হাত পা-বাঁধা ও পলিথিন দিয়ে মুখ-মাথা মোড়ানো অবস্থায় বুলবুলের লাশ উদ্ধার করে বরিশালের কোতোয়ালি থানা পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
খবর পেয়ে নিহতের স্বজনরা সোমবার রাতে লাশ আনতে বরিশাল যান।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান মিন্টু
Facebook Comments