ময়মনসিংহের গফরগাঁওয়ের শিবগঞ্জ বি.দাস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী(১৩)কে অপহরনের দেড়মাস পর উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর দুপুরে অ্যাসাইমেন্ট জমা দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে শিবগঞ্জ-গফরগাঁও সড়কের শিবগঞ্জ এলাকা থেকে অপহরন করা হয়। উপজেলার ধোপাঘাট গ্রামের বাসিন্দা ও ও স্থানীয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শরীফ মিয়া (৩২) ও তার লোকজন ওই স্কুলছাত্রীকে অপহরন করে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা গফরগাঁও থানায় অপহরন মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত গভীর রাতে গফরগাঁও থানার এসআই আহসান হাবিবের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে গাজিপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় আটারকল এলাকার আবুল কালামের (১১১ নং) বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, স্কুলছাত্রিকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার ৪ জন আসামী জামিনে আছে । মূল আসামী শরীফ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments