শনিবার সন্ধ্যায় দুই গরুচোরকে ৫টি চোরাইগরুসহ গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ। শুক্রবার ভোররাতে গরু বোঝাই ট্রাকসহ দুই চোরকে আটক করে বাসন থানায় নিয়ে যায় টহল পুলিশ। পুলিশের হাতে আটককৃত গরু শুক্রবার রাতে গফরগাঁও উপজেলার ধামাইল ও রাঘাইচটি গ্রামের কৃষকের গোয়ালঘর থেকে চুরি হয়। পুলিশের হাতে আটককৃত গরুচোরের বাড়িও গফরগাঁও উপজেলায় ।
বাসান থানার এসআই মাসুম জানান, শুক্রবার ভোর ৪টায় স্থানীয় নাওজোর এলাকায় টহল ডিউটিকালে সন্দেহজনকভাবে গরুবোঝাই একটি ট্রাক আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবে এটি সংঘবদ্ধ গরুচোর চক্র বলে পুলিশ নিশ্চিত হয়। বেতার বার্তায় এ খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ বাসন থানায় যোগাযোগ করে। শনিবার গফরগাঁও থানা পুলিশ গরুর মালিকদের বাসন থানায় পাঠায়। গফরগাঁও উপজেলার ধামাই গ্রামের বেলাল ও রাগাইচটি গ্রামের আবু সাঈদ বাসান থানায় এসে গরুগুলো তাদের বলে সনাক্ত করেন এবং তারা বিষয়টি গফগাঁও থানা পুলিশকে অবহিত করেন। পরে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার বাসন থানায় এসে উদ্ধারকৃত ৫গরু, জব্ধকৃত ট্রাক ও দুই গরু চোরকে নিয়ে যান। গরুচোরদ্বয় হলো, একই উপজেলার সুধীর চন্দ্র ও জাহিদ হাসান।
গরুর মালিক আবু সাঈদ ও বেলাল জানান, শুক্রবার ভোর রাতে তারা গোয়ালঘরে গিয়ে গরুর রশি কাটা দেখতে পান। পরে আশপাশের এলাকায় বহু খোঁজাখুজি করে গরুগুলো কোথাও না পেয়ে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টুৃ
Facebook Comments