ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০ ভরি স্বর্ণালংকার ও ব্যবসার ৫০ হাজার টাকা লুট করেছে ডাকাত দল। এ ঘটনায় ডাকাতদলের পিস্তলের বাটের আঘাতে আহত হয়েছেন গৃহবধূ রুমা (৪০)।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের মহিলা কলেজ রোড এলাকায় ব্যবসায়ী সোহেল রানার বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি পরিবারের লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪/৫ জনের একটি ডাকাত দল কলিং বেল টিপে মহিলা কলেজের সামনে নাহার ভিলার নীচতলার ভাড়াটিয়া ব্যবসায়ী সোহেল রানার বাসার ভিতর ঢুকে। বাসার এ সময় গৃহবধূ রুমা ও তার বোন বিউটি ছাড়া কেউ ছিল না। ডাকাত দল গৃহবধূ রুমা ও তার বোন বিউটিকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা খুলে ১০ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতদল পিস্তলের বাট দিয়ে গৃহবধূ রুমার মাথায় আঘাত করে। গুরুতর আহত রুমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি নয় এটি পারিবারিক কোন সমস্যা হতে পারে।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান মিন্টু
Facebook Comments