ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগ। সকালে স্থানীয় গো-হাটা ফেডারেশন মাঠে বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামীলীগ দলীয় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে প্রায় ১৫/১৬ হাজার ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌরশহরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল যোগ দেয়।
পরে জেলা পরিষদ অডিটরিয়ামে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি । উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান । বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাদমান সাকিব সিয়াম, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর প্রমুখ ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments