ময়মনসিংহের গফরগাঁও পৌর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের ভীড় থাকলেও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।
গফরগাঁও পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ২৯৬ জন। প্রথমবারের মত গফরগাঁও পৌর এলাকার ভোটাররা ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করেন। এজন্য ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল। ১০টি কেন্দ্রে মোট ১২ হাজার ৫’শ ৯৯টি ভোট কাষ্ট হয় । আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ১২ হাজার ৩’শ ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১’শ ৯০টি ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১। ওয়ার্ড কাউন্সিলির পদে সবগুলো পদে আওয়ামীলীগ সর্মথিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
১ নং ওয়ার্ডে শিহাব উদ্দিন ( উটপাখি) ৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল মোতালেব ( পানির বোতল), প্রাপ্ত ভোট ২৪১ ভোট । ২ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ভূঁঞা (পানির বোতল) ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মাহাবুল আলম ( উট পাখি ), প্রাপ্ত ভোট ৩০৭ । ৩ নং ওয়ার্ডে মোঃ আজিজুল হক ( পাঞ্জাবি) ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিছুর রহমান ( ডালিম) ২৬৭ ভোট। ৪ নং ওয়ার্ডে সোরহাব উদ্দিন ( ডালিম) ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি আল আমিন ( উটপাখি), প্রাপ্ত ভোট ৫৬১। ৫ নং ওয়ার্ডে মোঃ মশিউর রহমান ( উটপাখি) ১০৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি আলফাজ উদ্দিন (ডালিম) ৮৬৩ ভোট। ৬ নং ওয়ার্ডে মোঃ আমান ( উটপাখি) ১৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ লাল চাঁন মিয়া (পাঞ্জাবি) প্রাপ্ত ভোট ৩১৯ ভোট। ৯ নং ওয়ার্ডে মোঃ ফয়জুর রহমান ( ডালিম) ১০৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ৫৫০ মোঃ রফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট ৫৫০ । মহিলা সংরক্ষিত আসন ০১ ( ১,২,৩ নম্বর ওয়ার্ড) শামছুন নাহার শিখা ( চশমা ) ১৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসাঃ হোসনায়ারা বেগম (আনারস)।
এসএম ইকবাল হোসেন তাকে নির্বাচিত করায় আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা, স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এবং পৌরবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শাহ আব্দুল্লাহ আল মামুন এক প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিকদের বলেন , ভোট নিয়ে তার কোন অভিযোগ নেই।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments