ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা সদরের কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মাসুদা রানা (৫০) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এ সাজা দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলা তেতুঁলিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদ এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। প্রায় দুই ঘন্টাব্যাপী অভিযান শেষে মাসুদ রানাকে জরিমানা করা হয়। মাসুদ রানা তাৎক্ষনিকভাবে জরিমানা পরিশোধ করেন।
জানা গেছে, উপজেলার তেতুঁলিয়া গ্রামে মাসুদ রানার নেতৃত্বে একটি বালু খেকো গ্রুপ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে ফলে গফরগাঁও-হোসেনপুর সড়কের প্রস্থে ২০ ফুট ও দৈর্ঘ্যে প্রায় ৭০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments