ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নয়টি সাধারন কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন স্নাতক পাস। ৬ জন স্বশিক্ষিত। তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ৪ জন প্রার্থীর মধ্যে একজন সর্বোচ্চ এইচএসসি পাশ। রির্টানিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
পৌর এলাকার ৪ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডে প্রচলিত কোন সাধারন শিক্ষা প্রতিষ্ঠান নেই । এই দুইটি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জনই স্বশিক্ষিত। এলাকাবাসীর ধারনা পৌরশহরের গুরুত্বপূর্ন এই দুইটি ওয়ার্ডে স্বশিক্ষিত প্রার্থীরা কাউন্সিলর পদে জয়লাভ করতে পারেন। আগামী ২৮ ডিসেম্বর সোমবার প্রথম ধাপে গফরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
হলফনামা ঘেঁটে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে শিহাব উদ্দিন খান এসএসসি, মোঃ আব্দুর রহমান দাওয়ারে হাদিস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব এসএসসি। ২ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ভূঁঞা স্নাতক, মোঃ মাহাবুল আলম ৫ম শ্রেণী, মোঃ শাহ নেওয়াজ এসএসসি, আব্দুল খালেক আকন্দ অষ্টম শ্রেণী। ৩ নং ওয়ার্ডে আনিছুর রহমান অষ্টম শ্রেণী, মোঃ মকবুল হোসেন এসএসসি, মোহাম্মদ আকরাম হোসেন এসএসসি, মোঃ আজিজুল হক স্বশিক্ষিত। ৪ নং ওয়ার্ডে মোঃ জালাল উদ্দিন আকন্দ স্বশিক্ষিত. আল আমিন ৮ম শ্রেণী, মোঃ সোহরাব উদ্দিন স্বশিক্ষিত। ৫ নং ওয়ার্ডে মোঃ আলফাজ উদ্দিন অষ্টম শ্রেণী, মোঃ মশিউর রহমান এসএসসি। ৬ নং ওয়ার্ডে মোঃ কালা চাঁন মিয়া স্বশিক্ষত, মোঃ আমান স্বশিক্ষিত। ৭ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) অষ্টম শ্রেণী। ৮ নং ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) অষ্টম শ্রেণী । ৯ নং ওয়ার্ডে মোঃ ফয়জুর রহমান জীবন এইচএসসি, মোঃ ইব্রাহীম খলিল বোল্টন স্বশিক্ষিত, মোঃ রফিকুল ইসলাম অষ্টম শ্রেণী।
হলফ নামায় দেখা যায়, সংরক্ষিত নারী আসন ১ নম্বরে (১,২,৩ নং ওয়ার্ড) শামছুন নাহার শিখা অষ্টম শ্রেণী, মোসাঃ হোসনারা বেগম এসএসসি। সংরক্ষিত নারী আসন ২ নম্বরে (৪,৫,৬ নং ওয়ার্ড) নীলোফা ইয়াসমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এসএসসি। সংরক্ষিত নারী আসন ৩ নম্বরে (৭,৮,৯ নং ওয়ার্ড) মোছাঃ পারভীন আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এইচএসসি।
সহকারি রির্টানিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূঁঞা জানান, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বিধান রাখেনি। তাই যে কেউ এ নির্বাচনে অংশগ্রহন করতে পারনে এবং সর্বাধিক ভোট পেলে নির্বাচিত হতে পারেন ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments