‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গফরগাঁও উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমাবেশ করেছে । শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ সমাবেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার, পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকেই বিচারের আওতায় আনার দাবি জানান।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান মিন্টু
Facebook Comments