মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য এবং সংবিধানের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টাতাপূর্ন হুমকির প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মানববন্ধন করেছে যুব মহিলা লীগের কয়েক হাজার নারী কর্মী। যুব মহিলা গফরগাঁও উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে গফরগাঁও প্রেসক্লাবের সামনে পৌর শহরের কলেজ রোডে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এক পর্যায়ে মানববন্ধন পৌরসভা কার্যালয়ের সামনে থেকে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পর্যন্ত বিস্তৃত হয়।
সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অন্যদের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা শাখা যুব মহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা, যুগ্ম আহবায়ক রেহনুমা তারানুম দিতি, সেলিনা আক্তার, পারভীন আক্তার, পৌরসভা মহিলা যুবলীগের আহবায়ক মর্জিনা আক্তার, যুগ্ম আহবায়ক পরভীন আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা ভাস্কর্য বিরোধী, ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী,উগ্র সাম্প্রদায়িক শক্তিকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান মিন্টু
Facebook Comments