গাজীপুরের কালিয়াকৈর বাজার মেইন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ টিরও অধিক দোকান পুড়ে ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর বাজার এলাকায় এ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, কালিয়াকৈর বাসস্ট্যান্ডে ফলপট্রি এলাকায় একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্র পাতের সৃষ্টি হয়।পরে আগুনের লেলিহান শিখায় পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পরে।স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনা স্থলে এসে প্রানপন চেষ্টা চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কালিয়াকৈর ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো যানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি শত কোটি টাকার উপরে ক্ষয় – ক্ষতি হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানা পুলিশ, আনসার, সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আলম বলেন,আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে এখনও পযর্ন্ত ক্ষতির পরিমাণ সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments