সম্প্রতি বঙ্গবন্ধুর ভাক্ষর্য নিয়ে দেশে যে সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার বিকালে উপজেলা ও পৌরশাখা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। হাজার খানেক নেতাকর্মীর অংশগ্রহনে বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে পুনরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুযলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু কাওসার, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব প্রমুখ।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান মিন্টু
Facebook Comments