ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার সকালে পৌরশহরের মধ্যবাজার থেকে দিপালী বেগম (৩০) নামের এক মহিলা পকেটমারকে আটক করেছে জনতা। পরে আটককৃত মহিলা পকেটমারকে জনতা গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে সোর্পদ করেছে।
আটক নারী পকেটমার পাশ্ববর্তী নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের আরিফ মিয়ার স্ত্রী।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কল্পনা বেগম রবিবার সকাল ১১ টায় দিকে অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখা থেকে ৬১ হাজার টাকা উত্তোলন করে। পরে ব্যাংক থেকে নেমে কল্পনা বেগম বাজারে সবজি ক্রয় করার সময় মহিলা পকেটমার সুকৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় জনতা মহিলা পকেটমারদলকে ধাওয়া করে দিপালী বেগমকে হাতেনাতে আটক করলেও অপর পকেটমার পালিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, আটককৃত নারী পকেটমারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান মিন্টু
Facebook Comments