ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুভর্তি ট্রাকের চাপায় সোহাগ ( ৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃৃহস্পতিবার দুপুর একটার দিকে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের চারিপাড়া গ্রামে খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার মুখী গ্রামের আছর আলীর ছেলে । সে মুখী স্কুলের বাজারের টিন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও গফরগাঁও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোটর সাইকেল আরোহী সোহাগ ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে আসছিল। পথিমধ্যে চারিপাড়া খালপাড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মারা যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নীচ থেকে নিহত সোহাগের লাশ উদ্ধার করে। এলাকাবাসী ঘাতক ট্রাক ও ট্রাকের চালক ত্রিশালের দরিরামপুরের আব্দুর রহমান (৩০) কে আটক করেছে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments