ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি চালিত থ্রি হুইলার গাড়ির ধাক্কায় শাহাবুদ্দিন মোড়ল (৮১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর)) রাত আটটার দিকে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের রৌহা মীর বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে । নিহত শাহাবুদ্দিন ওই এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
রাত আটটার সময় শাহাবুদ্দিন মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের রৌহা মীর বাজার এলাকায় পিছন দিক থেকে বেপরোয়া গতির সিএনজি চালিত থ্রি হুইলার গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কর্তরত ডাক্তার । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
এলাকাবাসী ঘাতক সিএনজিটিকে আটক করেছে । ড্রাইভার পলাতক ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments