মুজিব শতবর্ষ উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এলজিইডির উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাস অক্টোবর ২০২০’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃৃহস্পতির সকাল সাড়ে এগারটায় উপজেলার চারিপাড়া গ্রামে চারিপাড়া-শিবগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরুর মাধ্যমে মাসব্যাপি এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত প্রকৌশী মোঃ জাকির হোসেন, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন হিসেবে ঘোষনা করেছে । এ সময় এলজিইডির তুলনামূলক ভালো সড়কগুলো ‘মোবাইল মেইনটেনেন্স’ প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো জাকির হোসেন বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ১৫০ জন নারী কর্মী, এলজিইডির নিজস্ব কর্মীর মাধ্যমে উপজেলার বাছাইকৃত সড়কের রক্ষনাবেক্ষন কাজ শুরু হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপি এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments