ময়মনসিংহের গফরগাঁওয়ে “আমরা সবাই সোচ্চার, বিশ^ হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান আহমেদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার এমদাদুল হক প্রমূখ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments