ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামে শনিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে মোছাঃ আছিয়া খাতুন (১৬) নামে কিশোরী গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে স্বামীর বাড়িতে নিজের রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আছিয়া খাতুন।
নিহত আছিয়া খাতুন টাংগাব গ্রামের সাহিদের মেয়ে। এবং টংাগাব জামির হাজি দাখিলা বালিকা মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। গত এক বছর আগে একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মালদ্বীপ প্রবাসী আশরাফুল ইসলামের (২৫) এর সাথে কিশোরী আছিয়া খাতুনের মোবাইলে ফোনে বিয়ে হয়। বিয়ের আগে থেকেই স্বামী আশরাফুল প্রবাসে থাকলেও আছিয়া খাতুন শ^শ^ুর বাড়িতেই থাকত।
এলাকাবাসী ও পাগলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টা পর্যন্ত আছিয়া খাতুনের রুমের দরজা বন্ধ পেয়ে শ^শ^ুরবাড়ির লোকজন জানালা খুলে দেখে অছিয়া খাতুন সিলিং ফ্যানের গলায় ওড়না পেঁিচয়ে আত্মহত্যা করেছে।
আছিয়ার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, বিয়ে হওয়া থেকেই স্বামীর সাথে আছিয়ার দেখা না হলেও স্বামীর বাড়ির লোকজন কারনে, অকারনে আছিয়াকে মানসিক যন্ত্রণা দিত । সামান্য বিষয় নিয়েই সংসারে কলহ সৃষ্টি করত।
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, পাগলা থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Facebook Comments