ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নীচে ঝাপ দিয়ে রনি মিয়া (২৫) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছে। শনিবার সকালে গফরগাঁও পৌরশহরের জন্মেজয় রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রনি মিয়া উপজেলার আঠারদানা কান্দাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে এবং সে পৌরশহরের চাঁদনী মোড়ে একটি রড সিমেন্টর দোকানে শ্রমিকের কাজ করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রনি মিয়া অভিমান করে বাড়ি থেকে বের হয় । পরে সে গফরগাঁও এসে সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নীচে ঝাপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর একটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ময়মনসিংহ জিআরপি পুলিশের ধারনা।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments