ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭’শ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ । বুধবার ভোর ৬টার দিকে পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার টাংগাব ইউনিয়নের পাঁচাহার মাজমপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাঁচাহার গ্রামের মোঃ এনামুল হক (৩৫), সাধুয়া গ্রামের জয়নাল আবেদীন (৩২), পুখুরিয়া গ্রামের নাছির মিয়া (২০) কে গ্রেফকার করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৭’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় পাগলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃতদের বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments