ময়মনসিংহের গফগোঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে স্বপন মোদক (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে ময়মনসিংহের করোনা হাসপাতালে ( এসকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত স্বপন মোদক পৌর শহরের পন্ডিতপাড়া এলাকার বাসিন্দা । এক সময়ে সে পৌর শহরের রসরাজ মিষ্টি ভান্ডার ও রাজলক্ষী মিষ্টি ভান্ডার নামক মিষ্টির দোকানের কারিগর ছিল ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনউদ্দিন খান মানিক জানান, গত রবিবার সন্ধ্যায় স্বপন মোদক ও তার ছেলে তনয় মোদক করোনা পজেটিভ শনাক্ত হয় । অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বপন মোদক ও তনয় মোদককে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় ।
এ নিয়ে গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেল । করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন । আক্রান্ত ৪৯ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments