ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পল্লীতে ব্যাটারী চালিত অটো রিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮মে) বেলা দুইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের মাইজপাড়া এ ঘটনা ঘটে। নিহত তিন সন্তানের জননী হেলেনা খাতুন ওই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে তার স্বামীর অটো রিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ওই নারী । এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments