ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন করে একজন বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । আক্রান্তরা হলেন পৌরশহরের ৮নং ওয়ার্ডের শিলাসী এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৬৬) ও বিশিষ্ট শিল্পপতি, ঢাকাস্থ গফরগাঁও সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন মানিক । গোলাম মহিউদ্দিন মানিক উপজেলার মশাখালি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনির ছোট ভাই ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইউদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার ) গফরগাঁও উপজেলা থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়ময়সিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় তার মধ্যে দুইজনের নমুনা করোনা পজেটিভ আসে।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে । ২৭ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন । পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আওরঙ্গ হেলাল চিকিৎসাধীন আছেন।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments