ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান করোনা প্রস্ততিতে কর্মহীন হয়ে পড়া ৫০০াট অসহায় পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরন করেছেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। ১৮ মে সোমবার বিকালে গফরগাঁও উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের উদ্যোগে পৌর শহরের রোস্তম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ সামাজিক দুরুত্ব বজায় রেখে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন ।
এ সময় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, এ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগ,পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে উপজেলার প্রায় ৫০ হাজার অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ অসহায় কৃষকের প্রায় এক হাজার বিঘা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া দিয়েছে। এখন গ্রামে গ্রামে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে অসহায় মানুষকে ঈদ বস্ত্র তুলে দেওয়া হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,উপজেলা যুবলীগ আহবায়ক সালাউদ্দিন পলাশ, পৌরসভা যুবলীগ আহবায়ক মাহমুদ হাসান সজীব, পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক তাজমুন আহম্মেদ, যুবলীগ নেতা আতিকুর রহমান প্রমুখ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments