নারীশক্তি মানে একটি
মিলন-বন্ধন,
নারীশক্তি মানে
অনুপ্রেরণার আরোহণ।
নারীশক্তি মানে ঐক্যে
গড়া রঙ্গিন পৃথিবী,
নারীশক্তি মানে আধার
কাটিয়ে আলোর দিশারী।
নারীশক্তি মানে মাতৃত্বের
টান,
যে মায়ের বাংলা ভাষার জন্য
দিয়েছি প্রাণ।
নারীশক্তি মানে পুরুষের
হাতিয়ার,
নারীশক্তি মানে নারী-
পুরুষ সমান অধিকার।
নারী-পুরুষ মানে একই
সমীকরণের দুটি রাশি,
‘নারীশক্তি’ সমান না হলে
বাজবে না বিজয় বাঁশী।
হে হে!নারীশক্তি মানে
উর্ধ্ব কন্ঠের প্রতিবাদ,
ভাঙ্গতে হবে ‘না’ বলা
নারীর সকল বাধ।
সুখকে বরণ করে নিতে
জাগাতে হবে “নারীশক্তি”
তবেই বিশ্ব মাঝে ফুটে
ওঠবে সাম্যের উক্তি।
Facebook Comments