স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অসুস্থ হয়ে পড়ায় তার দায়িত্ব সামলাচ্ছেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অসুস্থতার কারণে ডা. আবুল কালাম আজাদ নিজ বাসায় অবস্থান করছেন বলে অধিদপ্তরের তরফে জানানো হয়েছে। তবে তিনি ঠিক কি ধরণের অসুস্থতায় ভুগছেন তা অধিদপ্তর থেকে জানানো হয়নি। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নাসিমা সুলতানা দৈনিকবাংলা পত্রিকাকে বলেন, মহাপরিচালক মহোদয় অসুস্থ। তিনি বাসায় অবস্থান করছেন। আমাকে কাজ চালিয়ে নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরু থেকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা প্রতিদিনের সংবাদ ব্রিফিং করতেন। ব্রিফিং এ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও প্রায়ই অংশ নিতেন।
আইইডিসিআরে কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর কর্মকর্তারা কোয়ারেন্টিনে চলে যান। পরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে থাকছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দৈনিকবাংলা পত্রিকা / শফিউল আলম মারুফ
Facebook Comments