শর্তযুক্ত করে আরও এক দফা বাড়ছে চলমান সাধারণ ছুটি। ১৭ই মে থেকে ঈদ পর্যন্ত ওই ছুটি বাড়ানো হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী র্ফহাদ হোসেন গতকাল মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কতদিন বাড়বে সেটা এখনও ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে এবার ছুটি বাড়ানোর সঙ্গে বেশ কিছু শর্ত যুক্ত করা হবে। করোনা ভাইরাসের কারণে সরকার প্রথমে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ছুর্টি ঘোষণা করে। পরে আরও ছয় দফায় ছুটি বাড়িয়ে ১৬ই মে পর্যন্ত করা হয়।
কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে জরুরি সেবা সংশ্লিষ্ট সরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান, শপিংমল, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। এর আগের ছুটি বাড়ানোর নির্দেশনায় বলা হয়েছিল, ঈদের সময়ে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না। এছাড়া ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছ
দৈনিক বাংলা পত্রিকা /শফিউল আলম মারুফ
Facebook Comments