ময়মসনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ধোপাঘাট কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কায়কোবাদ (৩৫) ও ভারইল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সোনিয়া রহমান (৩৫) এবং পৌর শহরের ষ্টেশন রোড এলাকার চা দোকানি বাসন্তি রানী (৬০) করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন মানিক। হাসপাতাল সূত্র জানায়, গত ১০ মে সিএইচসিপি কায়কোবাদ, সোনিয়া রহমানসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। গতকাল (১১ মে) সোমবার রাতে কায়কোবাদ, সোনিয়া রহমান ও বাসন্তি রানীর নমুনায় করোনা পজেটিভ রির্পোট আসে।
এই নিয়ে গফরগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। তার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এলাকাবাসী জানায় গত ৯ তারিখ করোনা পজেটিভ শনাক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি কমিউিনিটি মেডিকেল অফিসার মোফাজ্জাল হোসেন গফরগাঁও মধ্যবাজারে বাসন্তি রানীর বাসায় এসে বাসন্তি রানীর ছেলের চিকিৎসা সেবা দিয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান, করোনা পজেটিভ শনাক্ত প্রত্যেকের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সদস্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments