করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে দেশ যখন মহামারীর পথে,দেশের কতিপয় মানুষগুলো হয়ে যায় কর্মহীন তখনি বিএনপি”র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বসে থাকেননি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আল-ফাতাহ্ খান।তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নিজস্ব অর্থায়নে মানবতার সেবায় ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ ১০/০৫/২০২০ তারিখে গফরগাঁও পৌরসভার ৪নং ও ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারকে চাউল, ডাল, আলু, পেঁয়াজ ও ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এসময় বিএনপি নেতা ফাতাহ্ খানের পক্ষে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম কাঞ্চন, (সাবেক কাউন্সিলর,বর্তমান সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি) মিজানূর রহমান পল্টন,(সাবেক আহ্বায়ক, গফরগাঁও পৌর যুবদল ও পৌর বিএনপি নেতা) জামাল উদ্দীন,(সাবেক সাধারণ সম্পাদক, গফরগাঁও পৌর বিএনপি)দিদারুল ইসলাম দিদার,(ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ দঃ জেলা স্বেচ্ছসেবকদল)আহসান হাবিব বিপ্লব,(ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গফরগাঁও পৌর ছাত্রদল)মোঃ ইয়াহ্ইয়া খান,(পাগলা থানা ছাত্রদল।)মোজাহিদুল কবির সেলিম, (পাগলা থানা ছাত্রদল।)মোস্তাফিজুর রহমান শুভ,(গফরগাঁও পৌর ছাত্রদল।)এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গফরগাঁও পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।এসময় মুঠোফোনে বিএনপি নেতা ফাতাহ্ খান সাহেব জানান-যতদিন পর্যন্ত এই সংকট থাকবে ইনশাআল্লাহ্ আমি আমার সাধ্যেমত জনগণের পাশে থাকার চেষ্টা করবো।
দৈনিক বাংলা পত্রিকা
Facebook Comments