করোনা সংকটে আয়-রোজগার কমে যাওয়ায় গফরগাঁও উপজেলার বিভিন্ন পত্রিকার হকারদের সহায়তা দেওয়া হলো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ থেকে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম সংবাদপত্র হকারদের হাতে তুলে দেন ১০কেজি কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল । গফরগাঁও উপজেলার ১৪ জন হকার এই সহায়তা পান। এ সময় গফরগাঁও প্রেসক্লাবের সদস্য সদ্য প্রয়াত হারুন অর রশিদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম সংবাদপত্রের হকারদের ধন্যবাদ দিয়ে বলেন, এই সংকট মুহূর্তে অত্যন্ত সাহসিকতার সাথে আপনারা পাঠকদের হাতে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন। তিনি তাদের আশ^স্থ করে বলেন, অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত হকারদের বিভিন্নভাবে সহায়তা দেওয়া হবে। এ সময় সংবাদপত্র হকারদেও পক্ষ থেকে গফরগাঁও উপজেলার পাঠকদের হাতে পত্রিকা নিয়মিত পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার সংবাদপত্র এজেন্ট রোকুন উদ্দিন সবুর, সমাজকসেবা মূলক সংগঠন ‘আলোর পথে’র পরিচালক মাহমুদ হাসান সজীব প্রমুখ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments