ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের ৬ জন কৃষকের প্রায় আড়াই একর একর জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন স্তানীয় এমপি ফাহমী গোলন্দাজে বাবেলের নেতৃত্বে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের উপস্থিতিতে উপজেলা যুবলীগের আহবায়ক সালাউদ্দিন পলাশ, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজীব, যুগ্ম আহবায়ক তাজমুন আহম্মেেেদর নেতৃত্বে উপজেলা ও পৌরসভা যুবলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকের জমির ধান কাটেন। এ সময় পৌর মেয়র ইকবাল হোসেন সুমনও উপস্থিত ছিলেন।
শ্রমিক সংকটের মাঝে বৃষ্টির কারণে ফসল হারানোর শঙ্কায় ধান কাটার জন্য রৌহা গ্রামের ভ্রমর চক্রবর্ত্তী, ইদ্রীস আলী, আনু মিয়া, সরাফ আলী, কুদ্দুস, বাদল মিয়াসহ বেশ কয়েকজন কৃষক শরনাপন্ন হন পাশের বাগুয়া গ্রামের স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের কাছে। বাড়ির পাশের কৃষকের অনুরোধে ওই কৃষকদেও জমিতে উপস্থিত হয়ে কয়েক’শ যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ৬ জন কৃষকের আড়াই একর জমির ধান কেটে মাড়াই করে দেওয়ার ব্যবস্থা করেন আওয়ামীলীগ দলীয় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহাম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের নেতা ফাহমী গোলন্দাজ বাবেলের আহবানে সাড়া দিয়ে কৃষকের ধান কাটতে সহযোগিতা করছি। আরও যেসব কৃষক ধান কাটতে পারবেন না আমাদেরকে জানালে তাদের ধানও আমরা কেটে দেবো।
কৃষক ইদ্রীস আলী (৫৪) বলেন, আমাদের বাড়ির পাশের এমপি আমার ধান ক্ষেতে উপস্থিত হয়ে ক্ষেতের ধানগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করায় আমি খুব খুশি। এমনিতে শ্রমিক সংকট তার ওপর ঝড়-বৃষ্টি, আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে মাড়াই করে দেওয়ায় আমার ধান গুলো ঘরে তুলতে পারলাম।’
স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, করোনার প্রার্দুভাবে ধান কাটার শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন পর্যন্ত উপজেলার কয়েক‘শ কৃষকের কমপক্ষে তিন’শ একর জমির ধান কেটে দিয়েছে।
দৈনিক বাংরা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments