গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮) এর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়া প্রবাসী রিজোয়ান কাজলের(৫০) বাসা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান,সকাল থেকে উপরের তলায় থাকা ভাবি ও সন্তানদের সাড়াশব্দ না পাওয়ায় তিনি পুলিশকে খবর দেন। তারা সকলেই পাগলা থানার গোলাবাড়ির তালুকদার বাড়ির স্থায়ী বাসিন্দা।১২ বছর পূর্বে জৈনা শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলো।
খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার, শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম,ক্রাইম সিন ইউনিট,সিআইডি সহ গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাসেল শেখ জানান,ধারনা করা হচ্ছে ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে।পুলিশ ঘটনার রহস্য উন্মেচনে কাজ শুরু করেছে ।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments