ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম সোমবার রাত সাড়ে ৭টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, উপজেলার সাখুয়া ইউনিয়নের সর্দার বাড়ির এই ছেলে দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার জয়না বাজারে দোকানে কাজ করত। প্রায় ১০/১২ দিন আগে শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসে। গত কয়েক দিন ধরে তার শরীরে জ্বর বাড়তে থাকে এবং শুরু হয় শ্বাসকষ্ট।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার সাখুয়া ইউনিয়নের এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যায়। পরে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলে তার কোভিট ১৯ শনাক্ত হয়। এই ঘটনায় উপজেলার সাখুয়া ইউনিয়নে যুবকের বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments