গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ফরিদা ইয়াসমিন (৩৩) ও তার স্বামী কৃষি ব্যাংক কর্মকর্তা আরিফুর রহমান (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার স্বাস্থ্যকর্মী ফরিদা ইয়াসমিন দম্পত্তির নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয় । দুইজনের নমুনাই করোনা পজেটিভ শনাক্ত হয় । ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই দম্পত্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে একটি বাসায় নীচতলায় ভাড়া থাকেন। এই বাসার দু’তলার ভাড়াটিয়া ডাঃ জুবাইদা গত বৃহস্পতিবার করোনা পজেটিভ শনাক্ত হয়। ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন যাবত মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন।
গফরগাঁও উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। তার মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন। এই হাসপাতালের ৩ জন মেডিকেল অফিসার ও ৩ জন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, ৩ জন সিনিয়র ষ্টাফ নার্স ও ১ জন অফিস সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments