এই প্রথম ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। । এছাড়া জেলায় নতুন করে বৃহস্পতিবারনতুন করে ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিহত আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে। গত ১১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীায় তার পজেটিভ ধরা পড়ে। ঐ দিনই তাকে উদ্ধার করে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পেশায় শ্রমিক আব্দুল কাদির ।
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার বিভাগের চার জেলার ৯৪ জনের পরীা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৮জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে । এদের মধ্যে গফরগাঁও তিনজন, ঈশ্বরগঞ্জ চারজন ও ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার একজন রয়েছে। গফরগাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জুবাইয়দা, অফিস সহাকারি সিরাজুল ইসলাম, স্টাফ নার্স তাসলিমা । এছাড়া ঈশ্বরগঞ্জের চারজনের মধ্যে আঞ্জুমা বেগম, শাপলা, আকলিমুন ও হনুফা। অপরদিকে প্রথমবারের মত ময়মনসিংহ সদরে একজন আক্রান্ত হয়েছেন । তিনি হলেন, নগীরর মাসকান্দা এলাকার শেখ খায়রুল ইসলাম ইশান।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments