আগমী ২৫ এপ্রিল প্রথম রমযানের সেহরির শেষ সময় ৪টা ৫ মিনিট। এছাড়া ইফতারের সময় ৬টা ২৮মিনিট নির্ধারণ করা হয়েছে ।
[৩] সেহরির সময় পর্যায়ক্রমে কমবে এবং ইফতারের সময় বাড়বেইসলামী ফাউন্ডেশন জানায়, সেহরির শেষ সময় সতর্কতামূলক ভাবে সুব্হি সাদিকের ৩মিনিট পূর্বে করা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুব্হি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে । অতএব, সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬মিনিট পর ফজরের আযান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
দৈনিক বাংলা পত্রিকা/ আতাউর রহমান
Facebook Comments