করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের ২ জন মেডিকেল অফিসার ও ৩ জন উপসহকারি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের শরীরে মিলল করোনা ভাইরাস। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, আয়া, উপ-সহকারি মেডিকেল অফিসার, ল্যাব এটেনডেন্টসহ ৩৬ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয় । তাদের মধ্যে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পারভীন আক্তার, শোভা চৌধুরী ও জাকির হোসেন করোনা পজেটিভ বলে পিসিআর ল্যাব থেকে জানানো হয়। ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার এই হাসপাতালের ৭ জনের নমুনা পরীক্ষা করা হয় । তাদের মধ্যে ডাঃ আফসারী আঞ্জুম ও ডাঃ আসিফুর রহমান লিমন করোনা পজেটিভ শনাক্ত হয় । মঙ্গলবার এই হাসপাতালের কারো নমুনা পরীক্ষা করা হয়নি। দুইদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৩ জনের নমুনা পরীক্ষা করা তার মধ্যে ২ জন ডাক্তারসহ ৫ জন স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ শনাক্ত হয় ।
এদিকে এ পরিস্থিতিতে ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এবিএম মসিউল আলম এক আদেশে হাসপাতালের জরুরী বিভাগ ব্যতিত সব বিভাগ বুধবার সকাল থেকে বন্ধ করে দিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ১১২ জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেইন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান মিন্টু
Facebook Comments