ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামে আব্দুল্লাহ (৪০) নামে তিন সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আব্দুল্লাহ পেশায় সিএনজি ড্রাইভার,তার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খুদিমহল গ্রামে। সে পুখুরিয়া গ্রামে বেপারীপাড়ায় রহমান বেপারীরর মেয়েকে বিয়ে করে এবং এই বাড়িতে দীর্ঘদিন ধরে ঘর জামাই হিসেবে থাকতো। সোমবার দুপুরে গফরগাঁও থানা পুলিশ আব্দুল্লাহ শ্যালক সুজন মিয়ার পরিত্যক্ত ঘর থেকে আব্দুল্লাহ’র লাশ উদ্ধার করে।
আব্দুল্লাহর পরিবার, এলাকাবাসী, থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে খাওয়ার পর রাত ৯টার দিকে আব্দুল্লাহর মোবাইলে একটি কল আসে। সে ঘর থেকে বেরিয়ে যায় ্ কিছুক্ষন পর তার ছোট ছেলে রাতুল (১৬) তার মোবাইলে ফোন করলে আব্দুল্লাহ তার ছেলেকে জানায় জানায় দুই ঘন্টা পর সে বাড়িতে ফিরে আসবে। রাতে আর ফিরে না আসায় খোজাখুঁিজর পর আব্দুল্লাহ’র পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ভোর ৪টার দিকে আব্দুল্লাহ’র শ্যালক সুজন মিয়ার একটি খালি ঘরের আড়ার সাথে আব্দুল্লাহ’র ফাঁস দেওয়া লাশ দেখতে পায়। পা ইটের সাথে লাগানো ছিল। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আব্দুল্লাহর অপর শ্যালক মনির মিয়া জানায়, তার বোন জোমাই জুয়া খেলায় আসক্ত ছিল এবং ঋনগ্রস্ত ছিল।
গফরগাঁও থানার ওসি অনুকুর সরকার বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments