ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকিন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামের আমানুল্লাহ মিয়ার ছেলে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির কাছে বোরো ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচমেশিন চালু করতে যান মোস্তাকিন। সেচ মেশিন আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল । সেচ মেশিনে স্পর্শ করা মাত্র তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান
Facebook Comments