স্পোর্টস ডেস্ক :নভেল করোনাভাইরাসের আতঙ্কে থমকে আছে জনজীবন। বন্ধ রয়েছে দোকানপাট ও যান চলাচল। এ অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন গরীব অসহায় দিনমজুরেরা। এমন পরিস্থিতিতে ময়মনসিংহের ২০০ অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
তার জায়গা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে, সাম্প্রতিক সময়ে খেলেননি কোনো আন্তর্জাতিক ম্যাচও। ফলে জাতীয় ক্রিকেটাদের মধ্যে যে ২৭ জন মিলে দান করেছেন ৩০ লাখ টাকার বেশি, সেখানে ছিলো না মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে শামিল হতে না পারলেও, নিজ উদ্যোগে ঠিকই অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের এ তরুণ অলরাউন্ডার
ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় পিকআপে করে গরিব অসহায়দের হাতে ৭ দিনের খাদ্যসামগ্রী তুলে দেন সৈকত।
এনিয়ে রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এই অলরাউন্ডার। তিনি লিখেন, ‘পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি৷ ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে।’
দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বানও জানান মোসাদ্দেক হোসেন সৈকত।
দৈনিক বাংলা পত্রিকা /এস,এম সজল
Facebook Comments