করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতেই বড় ধস দেখা দিয়েছে। ইউরোপের দেশগুলোর মাঝে সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে। এরইমধ্যে সেখানে মারা গেছেন কয়েক হাজার মানুষ। সংকটময় পরিস্থিতিতে ইতালির লিগ ‘সিরি আ’ বাতিলের কথাও উঠেছে। ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে রোনালদোসহ জুভেন্টাসের প্রায় সব ফুটবলারই জুন পর্যন্ত বেতনের ৯০ ভাগ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে চলতি মৌসুমে যদি মাঠে লিগ না গড়ায় তাহলে বেতন কাটার অর্থ দিয়েও জুভেন্টাস তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। তাই বাধ্য হয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের কাছে রোনালদোকে বিক্রি করে দিতে পারে তুরিনের বুড়িরা।
এর আগে ২০১৮ সালে ১০০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসেন রোনালদো। জুভেন্টাসের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন নেন তিনি। বছরের হিসেবে যা প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড! চলতি মৌসুম বাতিল হয়ে গেলে আগামী মৌসুমে রোনালদোকে এতো অর্থ বেতন দিয়ে রাখা কঠিন হয়ে পড়বে জুভেন্টাসের জন্য।
ইতালির এক সংবাদ মাধ্যম সিআইইএস নামের ফুটবল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের মতে, করোনাভাইরাসের প্রভাবে আগামী দলবদলের বাজারে ফুটবলারদের দাম ২৮ শতাংশ কমে যাবে। রোনালদোকে ধরে রাখতে না পারলে তাই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের কোন দলের কাছে ৬০ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডেই বিক্রি করে দিতে পারে তারা। এছাড়া ওয়েলস তারকা অ্যারন র্যামসিকেও ছেড়ে দিতে পারে জুভরা।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান
Facebook Comments