নিহতরা হলেন উপজেলার শেরপুর ইউপির মাটিকাটা গ্রামের আমজত আলীর ছেলে সিরাজুল ইসলাম। সে নিজ বরজের পান বাই-সাইকেলে করে বিক্রি করতে উপজেলা সদরে নিয়ে আসছিল।
অপরজন হলেন নান্দাইল পৌরসদরের কাকচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুর রাশিদ।
স্বজনরা জানান, সকালে ফসলি জমি দেখতে বাড়ি বের হয়ে মেইন রোডে এসে দুর্ঘটনার শিকার হয় সে।
নান্দাইল হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম বলেন, মালবোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিক থেকে নান্দাইল চৌরাস্তার দিকে আসছিল প্রথমে সিরাজুল ইসলামকে চাপা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রাশিদকে চাপা দিলে দুজনেই ঘটনাস্থলে নিহত হয়। আমরা ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, স্বজনরা যদি কোনো অভিযোগ না করে মরদেহ নিতে চায় তাহলে দিয়ে দেব। অভিযোগ করলে মরদেহ মর্গে পাঠানো হবে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান
Facebook Comments