প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসক। বর্তমানে তিনি আইইডিসিআর’র তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
তিনি বলেনে, ‘আক্রান্ত চিকিৎসক গ্যাস্টোএন্টারোলজি বিভাগে কর্মরত আছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তাঁর পরীক্ষা করানো হয়েছে। এতে তাঁর কোবিড-১৯ পজিটিভ এসেছে। আমি যতটুকু খবর পেলাম, বর্তমানে তিনি আইইডিসিআরের তত্ত্বাবধানে আছেন।’
করোনায় আক্রান্ত এ চিকিৎসক যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাঁদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, তিনি যাদের কন্টাক্টে এসেছিলেন তাদের জন্য যেন হোম আইসোলেশনের ব্যবস্থা করা হয়।’
সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ওই চিকিৎসক রাজধানীর শাহবাগে হাবিবুল্লাহ রোডে বসবাস করেন। তিনি রাজধানীর গ্রিনরোডে গ্রিনলাইফ হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করতেন।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান
Facebook Comments