ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত তাকমীন হত্যাকান্ডের প্রধান আসামী আশিকুল হক (১৯)কে গফরগাঁও থানার অতি নিকট থেকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার ও মামলার তদন্তকারী কর্মকর্তা আহসান হাবিবের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার বেলা দুইটার দিকে গফরগাঁও থানা থেকে ৫০ গজ দুরে পৌর শহরের মহিলা কলেজ রোডের অধ্যক্ষ আখতার হোসেন কিন্ডার গার্টেন স্কুলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করে । গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে আশিকুল হক তাকমীনকে হত্যার দায় স্বীকার করেছে। আশিকুলের সহযোগি পুলিশের হাতে গ্রেফতারকৃত মাহফুজ শুক্রবার বিকালে ময়মনসিংহ জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মোহাম্মদ ইমাম হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ নিয়ে ৬ দিনের মধ্যে আলোচিত এই হত্যাকান্ডে জড়িত তিনজনের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করতে সমর্থ হল। এলাকাবাসী ও গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ হত্যাকান্ডের প্রধান আসামী পাড়াভরট বায়তুন নূর জামে মসজিদের মোয়াজ্জিন আশিকুল সোমবার দিবাগত রাতে তাকমীনকে ধর্ষনের পর খুন করে মসজিদে ফজরের আযান দেয়, ফজরের নামাজের ইমামতি করে। মঙ্গলবার সকালে থেকে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, ময়মনসিংহ সিআইডির ক্রাইমসিন প্রধান পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইউসুফ এবং গফরগাঁও থানার ওসি অনুকুল সরকারের নেতৃত্বে পুলিশের বিশেষ টিমগুলি যখন এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ঘটনাস্থলে কাজ করছিল তখন এ হত্যাকান্ডে জড়িত আশিকুল আশেপাশেই ছিল। সে বুধবার যোহর পর্যন্ত বায়তুন নূর জামে মসজিদে অবস্থান করে সকল ওয়াক্তের আযান দেওয়া সহ স্বাভাবিক কাজকর্ম করে। বুধবার যোহরের পর সে মসজিদ থেকে পালিয়ে এসে অবস্থান নেয় পৌর শহরের মহিলা কলেজ রোডে গফরগাঁও থানা থেকে ৫০ গজ দুরে বন্ধ থাকা অধ্যক্ষ আখতার হোসেন কিন্ডার গার্টেন স্কুলের একটি কক্ষে । এদিকে থানা পুলিশ আশিকুলকে গ্রেফতার করতে গত ৫ দিন ধরে গফরগাঁওসহ ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি থানায় অভিযার চালায়। আশিকুল নান্দাইল উপজেলার তারাপাশা গ্রামের আইনাল হকের ছেলে। উল্লেখ্য, উপজেলার পাড়াভরট গ্রামের আব্দুল মতিনের কিশোরী কন্যা তাকমীনকে সোমবার দিবাগত রাত তিনটার দিকে পালিয়ে বিয়ে করার কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ১০০ গজ দুরে পাড়াভরট বায়তুন নূর জামে মসজিদের কাছে ডেকে এনে ধর্ষন করে খুন করে আশিকুল ও তার দুইবন্ধু । গত মঙ্গলবার বিকালে তাকমীনের পিতা অজ্ঞাতনামা আসামী দিয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
দৈনিক বাংলা পত্রিকা / আতাউর রহমান
Facebook Comments